বিকাশ এর নতুন অ্যাপের সাহায্যে নিজের একাউন্ট নিজেই খোলার সুযোগ রয়েছে। এতে কোন খরচ নেই এবং কোন ভোটার আইডির ফটোকপি বা ছবির দরকার হবে না। অ্যাপ থেকে সহযেই NID কার্ডের ফটো তুলে একাউন্ট খোলা যাবে। একাউন্ট খোলার একটু জটিল হলেও বেশ সহয। তো চলুন দেখে নেই কিভাবে নতুন বিকাশ অ্যাপে নিজের একাউন্ট নিজের খুলবেন।

নিয়মাবলী:
১. প্রথমে প্লেস্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন এবং অ্যাপটি ওপেন করুন।

২. New Accountএ ক্লিক করুন।

৩. যে নাম্বারে একাউন্ট খুলবেন সে নাম্বার টা দিন।

৪. এরপর আপনার নাম্বারে Verification code যাবে সেটি দিন।

৫. এরপর আপনার NId কার্ড এর সামনের দিকের ছবি তুলে next ক্লিক করুন।

৬. তারপর পিছনের দিখের ছবি তুলে next ক্লিক করুন।

৭. তারপর আপনার সব তথ্য গুলা ভালো মত দেখে নিন। দেখা শেষ হলে Next এ ক্লিক করুন।

৮. তারপর আপনার ফোনের সামনের Camera দিয়ে একটা ছবি তুলুন (যার NID কার্ড তার ছবি দিতে হবে)

৯. তারপর আপনার নাম্বারে একটা Sms যাবে একাউন্ট কমপ্লিট হিসেবে।

১০. এবার *247# ডায়েল করে ৪ থেকে ৬ সংখ্যার পিন দিয়ে দিন।

ব্যাস কাজ শেষ। এবার ৪৮ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট Active হয়ে যাবে [যদি সব তথ্য সঠিক দিয়ে থাকেন]

বিঃদ্র: এই অফারটি ১২ সেপ্টেম্বর, ২০১৯ থেকে ৩১শে ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত চলবে।

কোনো কিছু না বুঝলে আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করে আমাদের Comment করুন।

প্রয়োজনীয় লিঙ্কসমূহ:
১. বিকাশ অ্যাপে একাউন্ট খোলার নিয়মাবলী
২. বিকাশ অ্যাপে রেফার করার নিয়মাবলী
৩. বিকাশে ১৫০ টাকা ফ্রিতে নিবেন যেভাবে